প্রকাশ: ২ মে ২০২০, ১৫:৩৬
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। এর মধ্যে কয়েকটি দেশে এর প্রকোপ ভয়ংকর রূপ নিয়েছে। সম্প্রতি মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও গত দুই তিন দিন ধরে সেই সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৫৬২৪ জনের।একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজারের বেশি মানুষ। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ হাজারের বেশি করোনা রোগী। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।