নওগাঁ ২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শুক্রবার ১লা মে ২০২০ ১১:৫০ অপরাহ্ন
নওগাঁ ২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান করোনায় আক্রান্ত

নওগাঁ-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিজেই  নিশ্চিত করেছেন তিনি। বর্তমানে তিনি ন্যাম ভবনে হোম আইসোলেশনে আছেন। ভবনটি লকডাউন করা হয়েছে।

এই প্রথম একজন সংসদ সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত বলে শনাক্ত হলেন। আক্রান্ত সংসদ সদস্য শহীদুজ্জামান জানান, বৃহস্পতিবার তার নমুনা আইইডিসিআরে দেওয়া হয়েছিল। আজ শুক্রবার তার ফল জানানো হয়েছে। এতে তিনি পিজিটিভ এসেছেন।

তিনি বলেন, ‘এখনো রিপোর্ট হাতে পাইনি। তবে আইইডিসিআর থেকে আমাকে পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়েছে।’ শারিরীকভাবে কোনো সমস্যা হচ্ছে না জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘খুব একটা সমস্যা হচ্ছে না। এখন বাসাতেই আছি। বাইরে যাচ্ছি না।’