প্রকাশ: ১ মে ২০২০, ১৭:৩৬
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ অন্যান্য দেশের মতো সৌদি আরবেও প্রতিনিয়ত বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৭৫৩ জনে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৩ জন। গত একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।