প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ৩:৪০
বৈশ্বিক মহামারি করোনার বিস্তার ঠেকাতে লকডাউন ব্যবস্থা চালু রেখেছে বিশ্বের বিভিন্ন দেশ। এ পরিস্থিতির মধ্যেই আন্তঃনগর মহাসড়ক ও শপিং মলগুলো খুলতে শুরু করেছে ইরান। দেশটির নিষেধাজ্ঞাকেন্দ্রিক অর্থনীতির চাকা সচল রাখতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
সোমবার থেকে দেশটি তার আন্তঃনগর মহাসড়ক ও শপিং মলগুলো খুলতে শুরু করেছে বলে জানা গেছে। সেখানে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এসেছে বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।