পটুয়াখালী ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ষাট বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই বৃদ্ধের নমুনা পরীক্ষা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তার বাড়ী পটুয়াখালীর সদর উপজেলার সেহাকাঠি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ফজরের নামাজের পর ওই বৃদ্ধকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এসময় তার শাসকষ্ট ছিল। পরে সকাল সাড়ে ৭টার তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা স্বীকার করে সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন জানান, ইতিমধ্যে মৃত ওই ব্যক্তির বাড়ী লকডাউন ঘোষনা করা হয়েছে। কোভিড-১৯ নির্দেশনা অনুযায়ী তার জানাযা ও দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।