প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১৫:২৩
হবিগঞ্জে একদিনে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সিভিল সার্জন ডা. একেএম মুস্তাফিজুর রহমান।
তবে তাদের করোনা সংশ্লিষ্টতা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাব সংশ্লিষ্ট একটি সূত্র জানায়- সোমবার ওসমানীর মেডিকেল কলেজের ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে এবং ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। যাদের সবার বাড়ি হবিগঞ্জ। এ নিয়ে হবিগঞ্জে মোট ১১ জনের করোনা শনাক্ত হলো।