কাঁধের র‍্যাংক দেখে নয়, কাজের মাধ্যমেই হোক প্রমাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২১শে এপ্রিল ২০২০ ০১:২৩ পূর্বাহ্ন
কাঁধের র‍্যাংক দেখে নয়, কাজের মাধ্যমেই হোক প্রমাণ

মানবতার কাছে র‍্যাংক কিছুই না এটা বুঝিয়ে দিলেন এই র‍্যাব সদস্য । লেখাটা ইনিউজ৭১ পাঠকদের জন্য ফেসবুক ওয়াল থেকে হুবাহ তুলে ধরা হলো।

অনেকেই জানতে চান, আমি একজন বিসিএস ক্যাডার অফিসার এবং র‍্যাবের কমান্ডার হওয়া সত্ত্বেও খাদ্যসামগ্রীর বস্তা নিজে বহন করি কেন?। বোঝা নেওয়ার জন্য নিচের র‍্যাংকের লোকজন তো আছেই। আসলে এক্ষেত্রে আমার ভাবনাটা একটু ভিন্ন।

আমি যদি আমার অধীনস্থ র‍্যাব সদস্যদেরকে বোঝা বহন করবার আদেশ দিয়ে নিজে খালি হাতে হাঁটতাম, তাহলে তারা হয়তো আমাকে স্বার্থপর একজন নেতা হিসেবেই চিহ্নিত করতো, যা তাদের কর্মস্পৃহা ও মনোবলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতো নিশ্চিত।

তাই প্রতিটি ক্ষেত্রে অধস্তনদের সমান ভার নেওয়া, চাল-ডালের বস্তা মাথায়/হাতে নিয়ে সবার সামনে সামনে চলাই আমার নেতৃত্ব দানের  স্টাইল। কাঁধের র‍্যাংক দেখে নয়, কাজের মাধ্যমেই প্রমাণ হোক এখানে কমান্ডার কোন জন।

অফিসাররা বোঝা মাথায় নিলে জাত চলে যাবে, বোঝা বহন করা শুধু নিচের র‍্যাংকের লোকদের কাজ- এমন অমানবিক ও মধ্যযুগীয় চিন্তাধারা করোনা ভাইরাসের সাথে সাথে পৃথিবী থেকে বিদায় হোক। 

Md. Anwar Hossan (Shamim Anwar)
এএসপি,  র‍্যাব-৯, সিলেট।
কমান্ডার, শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্প।