
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ১:৫
ঠাকুরগাঁওয়ে হরিপুর সীমান্তের কাছে ভারতীয় এক নাগরিককে পিটিয়ে হত্যা করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হরিপুর সীমান্তের দিনাজপুর ৪২ বিজিবির আওতাভুক্ত মিনাপুর বিওপি এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বাংলাদেশ পুলিশ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফের বরাত দিয়ে জানায়, নিহত ব্যক্তি ভারতীয়। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
জানা গেছে, মিনাপুর বিওপি এবং ১৪৬ বিএসএফের সোনগাঁও ক্যাম্পের মেইন পিলার ৩৫৩'এর ৩-এস বরাবর তারকাঁটার বাইরে নোম্যানস ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা। বিষয়টি তারা বিজিবিকে জানায়। পরে বিজিবি সদস্যরা পুলিশের সাহায্যে লাশটি উদ্ধার করেন।
হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) সবুর জানান, নিহত ব্যাক্তির পরিচয় বিস্তারিত জানা যায়নি। বিজিবি এবং বিএসএফের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার হয়। পরে লাশটি বিএসএফ নিয়ে গেছে।

এ বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান বলেন, "ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। আমরা শুনেছি, তাকে বিএসএফ পিটিয়ে মেরেছে। তাদের নাগরিকের লাশ তারাই নিয়ে গেছে। তাই ওটা তাদের ব্যাপার। সীমান্তের কাছাকাছি ঘটায় আমরা অবগত হয়েছি।"
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
