প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০:১৫
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি কারাবন্দি ব্রিগেডিয়ার (অব:) আব্দুর রহিম। আক্রান্ত হওয়ার পর আজ রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা ১৪ মিনিটে তিনি মারা যান। তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।কয়েকদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে করোনা পজিটিভ হওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫নং ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।
তিনি বলেন, কয়েকদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে করোনা পজিটিভ হওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫নং ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।