প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ০:৫৪
চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের স্বার্থে বাহিরের জেলার রোগী আসার ক্ষেত্রে প্রয়োজনে বরিশালের সীমানা এলাকা সিলগালা করা হবে। এজন্য বরিশাল বিভাগের অন্য জেলার স্বাস্থ্য সেবাকে উন্নীত করতে জরুরীভাবে সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান করা হয়েছে।
বরিশাল জেলায় করোনা মহামারী সংকট উত্তরণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের বিশেষ প্রেস কনফারেন্স শেষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।
বুধবার বেলা ১১টার দিকে নগরীর সার্কিট হাউজের ধাঁনসিড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার আরও বলেন, শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডকে তিনশ’ বেডে এবং বরিশাল জেনারেল (সদর) হাসপাতালকে একশ’ বেডে উন্নীত করা হয়েছে। গর্ভবতী মায়েদের জন্য নগরীর মা ও শিশু হাসপাতালকে ২০ বেডে রূপান্তরিত করা হলেও সেখানে ৩০ বেডে চিকিৎসা দেয়া সম্ভব হবে।
এছাড়াও বরিশালের তিনটি বেসরকারি হাসপাতালকে প্রস্তুত রাখার পাশাপাশি জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার রোগীদের জন্য ২০টি করে বেডে স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসক কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, করোনায় আক্রান্ত রোগীদের সুষ্ঠু চিকিৎসার স্বার্থে হাসপাতালের ভেতর কারো মাস্তানী বরদাস্ত করা হবেনা। সে যতো বড় প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, আমরা এসব অত্যাচার কঠোর হাতে দমন করবো। এজন্য জেলা প্রশাসক সংবাদকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি সময়ে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রভাব বিস্তার করে কতিপয় রোগীর স্বজনদের বিরুদ্ধে শেবাচিমসহ বেশ কয়েকটি হাসপাতালের করোনা ওয়ার্ডের অক্সিজেন সিলিন্ডার ও আইসিইউ বেড দখল করে রাখার অভিযোগ উঠেছে। এতে করে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাশ, এনডিসি নাজমুল হুদাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।