মিরসরাইয়ে ২৪টি ভারতীয় গরু আটক

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫১ অপরাহ্ন
মিরসরাইয়ে ২৪টি ভারতীয় গরু আটক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আমতলী এলাকা থেকে ২৪টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করে। পরে রাত সাড়ে ৮টায় বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।  


রামগড় ব্যাটালিয়নের কয়লার মুখ বিওপির নায়েক সুবেদার ইবনে মিজানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির অংশ হিসেবে অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় এবং মালিকবিহীন অবস্থায় গরুগুলো ফেলে রেখে যায়।  


বিজিবি জানিয়েছে, আটককৃত গরুগুলো অবৈধ পথে বাংলাদেশে আনা হয়েছিল। সীমান্তে চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  


প্রতিনিয়ত ভারতীয় গরু পাচারের অভিযোগ উঠছে সীমান্ত এলাকাগুলোতে। অবৈধভাবে গরু আনায় সরকার রাজস্ব হারানোর পাশাপাশি স্থানীয় খামারিরাও ক্ষতির মুখে পড়ছেন। বিজিবি এই চোরাচালান চক্রকে ধরতে অতিরিক্ত নজরদারি বাড়ানোর পরিকল্পনা করেছে।  


স্থানীয় সূত্রে জানা গেছে, গরুগুলোকে পার্শ্ববর্তী বাজারে বিক্রির জন্য আনা হচ্ছিল। তবে বিজিবির কঠোর অভিযানের ফলে চোরাকারবারিরা কোনো সুযোগ না পেয়ে দ্রুত পালিয়ে যায়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  


এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চোরাকারবারিদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।  


সাধারণ মানুষকে অবৈধ পথে গরু কেনাবেচা না করার আহ্বান জানিয়েছে বিজিবি। একই সঙ্গে চোরাকারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়েছে।  


ইনিউজ৭১ সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে বিজিবির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও আপডেট জানানো হবে।