জয়পুরহাটে ওসির বদলি ঠেকাতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ২রা ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ন
জয়পুরহাটে ওসির বদলি ঠেকাতে মানববন্ধন

জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুনের হঠাৎ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র-জনতা। রোববার বেলা সাড়ে ১১টা থেকে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে প্রধান সড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বর্তমান ওসির বদলির ষড়যন্ত্র করছে, যা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে।  


বক্তারা বলেন, ওসি শাহেদ আল মামুন দায়িত্ব নেওয়ার পর থেকে পারিবারিক কলহসহ বিভিন্ন বিরোধ থানায় নিষ্পত্তি করে জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়েছেন। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ, চুরি-ডাকাতি দমন, হত্যা মামলার দ্রুত তদন্তসহ বিভিন্ন অপরাধ দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এমন একজন কর্মকর্তাকে বদলি করা অন্যায়, তাই তার পুনর্বহালের দাবি জানান বিক্ষোভকারীরা।  


বিক্ষোভকারীরা আরও বলেন, শাহেদ আল মামুন ২৪ ঘণ্টা জনগণের সেবা দিতে প্রস্তুত থাকেন। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের মানুষও যেকোনো সমস্যায় তার কাছে সহযোগিতা পান। তার সততা ও কার্যক্রমের কারণে তিনি প্রশংসিত হয়েছেন। ফলে, তাকে বদলি করা হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। প্রশাসনের কাছে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।  


বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। জরুরি পরিসেবার যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শহরের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে।  


সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ওসি শাহেদ আল মামুনকে পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।  


জয়পুরহাটের সাধারণ মানুষও এই বদলির আদেশে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন, ওসি শাহেদ আল মামুন থাকাকালীন জেলায় অপরাধ কমেছে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।  


এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে, স্থানীয় সূত্র জানায়, ওসির বদলির আদেশ উচ্চপর্যায় থেকে এসেছে। এতে রাজনৈতিক প্রভাব থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আন্দোলনকারীরা বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।