জামাইকায় ১৫৮ মিলিয়ন ডলার মূল্যের সুপার লোটো জ্যাকপট লটারি জিতেছেন দেশটির এক যুবক। যা কানাডিয়ান মুদ্রায় ১.৫ মিলিয়ন ডলার। তিনি লটারির এ টাকা নিতে মুখোশ পরে এসেছেন। তিনি জানান, তার আত্মীয় ও বন্ধুরা এটা না জানুক। কারণ তার লোভী স্বজনরা সেটা জানলেই হয়তো তার কাছে টাকা চেয়ে বসবেন। নিজের পরিচয় গোপন করে ছদ্মনাম এ. চ্যাম্পবেল এসব বলেন। অর্থলোভী স্বজনদের যেন টাকা দিতে না হয় সে জন্যই মুখোশ পরে লটারির টাকা নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেন্ট লুসিয়া নিউজকে তিনি বলেন, আমি যেদিন জিতেছি, আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার মাথা তিন দিনের জন্য ক্ষতি হয়, কারণ আমি এত চিন্তা করছিলাম যে দুই সপ্তাহের জন্য আমার পেট খারাপ ছিল।
তিনি জানিয়েছেন, লটারির এই টাকা দিয়ে তিনি একটি সুন্দর বাড়ি কিনবেন। তার একটি ছোট ব্যবসা আছে। তিনি লটারির টাকা দিয়ে এই ব্যবসাকে আরও বড় করবেন। এর আগে গত জুনে আরও এক সুপার লোটো লটারি বিজয়ী একটি ইমোজি মাস্ক পরে লটারির টাকা নেয়ার সিদ্ধান্ত নেন। নিজের পরিচয় গোপন করতেই মাস্ক পরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।