মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ২০২৫ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে স্কুলের প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ শাহিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে শাহিন আহমেদ বলেন, “শিক্ষা একমাত্র মাধ্যম যা জাতি ও দেশের উন্নতি নিশ্চিত করে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সাফল্য আমাদের সকলের জন্য গর্বের বিষয়।” তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নতিতে আস্থার কথা ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের কনস্টেবল হুমায়ুন রশিদ রাজু, সহকারী শিক্ষক আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, কাওছার আহমদে সম্রাট, সাইফুল ইসলাম চৌধুরী, মাখন সবর, জয়া রবি দাস, তাসলিমা জান্নাত চৈতি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও, অনুষ্ঠানে প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তৃতীয় সেমিস্টার বা বার্ষিক পরীক্ষার ফলাফল কার্ড তুলে দেয়া হয়। পাশাপাশি ২০২৫ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।
বিদ্যালয়ের ফলাফল ও ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ ছিল। ফলাফল ও ক্যালেন্ডার প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রতি অভিভাবকদের আস্থা আরও দৃঢ় হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পর থেকে এটি শিক্ষার মানে এক নতুন মাত্রা যোগ করেছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল বিভিন্ন পাবলিক পরীক্ষায় সাফল্য অর্জন করেছে এবং বর্তমানে মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে পরিচিতি লাভ করেছে।
এছাড়া, স্কুলটি পিইসি, জেএসসি, এসএসসি সহ সরকারি-বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় শতভাগ পাশ এবং ট্যালেন্টপুল বৃত্তি লাভের মাধ্যমে নিজের সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।