সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে কিছু ছবি দেখে আমরা থমকে উঠি, চমকে যাই! মুগ্ধ হয়ে বলি, কী অসাধারণ! আপসোসও হয়, জায়গাটিতে গিয়ে এমন অদ্ভুত সুন্দর কয়েকটি ছবি তুলতে। কিন্তু আপনি কী জানেন? এমন সুন্দর ছবিগুলোর গল্পের নেপথ্যে কোনো অসাধারণ জায়গা নেই। এই ছবিগুলোকে চমকপ্রদ করা হয় আলোকচিত্রীর আইড়িয়ায়! বুদ্ধিমান আলোকচিত্রীরা শুধু ক্যামেরা ক্লিকই করেন না ক্লিক করার আগে চারদিক নিজের মতো করে সাজিয়ে নেন। শুধু ফটোশপ আর লাইটরুমের কাজ নয় সব। পেছনে রয়েছে অনেক গল্প। সেই গল্পই দেখুন কিছু ছবির-
সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এই ছবিটি বেশিরভাগ মানুষেরই চেনা। এই ছবিটা তুলতে খুব বেশি কষ্ট করতে হয়নি ফটোগ্রাফারকে!
শুধু ফটোশপ আর লাইটরুমের কাজ নয় সব। পেছনে রয়েছে অনেক গল্প।
ছবিটা দেখেই মনে হবে, কী দূর্গম পাহাড় বেয়ে উঠছে এই পর্যটক। কিন্তু নেপথ্য ছবি দেখলেই বোঝা যায় মূল বিষয়টুকু।
খুব সাধারণ একটি জায়গায় ফটোগ্রাফার তুললেন অসাধারণ একটি ছবি। এটি সম্ভব হয়েছে উপস্থিত বুদ্ধির কারণে!
এভাবে ওড়া যায় না, প্রয়োজন মই!
বিয়ের ছবিটি তুলতে খুব বেশি কষ্ট করতে হয়নি
যেমন লুক, তেমন ক্লিক!
ভালো ছবি যেখানে সেখানে তোলা যায়, এই ছবিই প্রমাণ
গভীর সমুদ্রের ছবিগুলো এভাবেই তোলা হয়
রঙিন ছবিটির মূল উপাদান চকলেট!
আলোকচিত্রির বুদ্ধির পাশাপাশি ফটোশপের কৃতিত্বও ছিলো এই ছবিতে
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।