প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ২:৩৪
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে কিছু ছবি দেখে আমরা থমকে উঠি, চমকে যাই! মুগ্ধ হয়ে বলি, কী অসাধারণ! আপসোসও হয়, জায়গাটিতে গিয়ে এমন অদ্ভুত সুন্দর কয়েকটি ছবি তুলতে। কিন্তু আপনি কী জানেন? এমন সুন্দর ছবিগুলোর গল্পের নেপথ্যে কোনো অসাধারণ জায়গা নেই। এই ছবিগুলোকে চমকপ্রদ করা হয় আলোকচিত্রীর আইড়িয়ায়! বুদ্ধিমান আলোকচিত্রীরা শুধু ক্যামেরা ক্লিকই করেন না ক্লিক করার আগে চারদিক নিজের মতো করে সাজিয়ে নেন। শুধু ফটোশপ আর লাইটরুমের কাজ নয় সব। পেছনে রয়েছে অনেক গল্প। সেই গল্পই দেখুন কিছু ছবির-
শুধু ফটোশপ আর লাইটরুমের কাজ নয় সব। পেছনে রয়েছে অনেক গল্প।