নির্বাচনের প্রস্তুতি অনুযায়ী যত দ্রুত সম্ভব নির্বাচন হবে- ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ন
নির্বাচনের প্রস্তুতি অনুযায়ী যত দ্রুত সম্ভব নির্বাচন হবে- ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত এবং এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে সংবাদসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 


ড. ইউনূস বলেন, "আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে, নির্বাচনের প্রস্তুতি অনুযায়ী যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যত কম হতে পারে, ততই ভালো।" তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণের আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন, এবং ওই সংস্কারের গতি নির্ধারণ করবে নির্বাচনের সময়সীমা।


অধ্যাপক ইউনূসের বক্তব্যে নির্বাচনের প্রতি সরকারের অঙ্গীকার স্পষ্ট হলেও, তিনি উল্লেখ করেন যে, সংস্কার না হলে নির্বাচন করা সম্ভব নয়। এর আগে, সরকার বিভিন্ন খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করে, বিশেষ করে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এবং পরবর্তী সময়ে দেশ পরিচালনায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ সংস্কারের দাবিটি ওঠে। 


ড. ইউনূস কপ-২৯ সম্মেলনের সাইডলাইনে এক যুব সমাবেশে বক্তব্য প্রদান করেন। তিনি তরুণদের উদ্দেশে বলেন, "স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকাশক্তি। যদি স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে বড় পরিবর্তন আসবে।" 


এদিকে, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি, দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার থাকলেও, অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা বলেছেন, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সংস্কারের গতি অনুসারে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।