
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৪

এর আগে বহুবার শোনা গেছে, বেড়াতে গিয়ে হোটেল থেকে জিনিসপত্র চুরি করে ভারতীয় পর্যটকরা। সম্প্রতি এ ধরনের অভিযোগে চরম সমালোচনা হয়েছে প্রবাসী ভারতীয়দের। আবারো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলো এক ভারতীয় নারীর চুরির কাণ্ড।
খাবার লুকিয়ে নেওয়ার সময় অত্যন্ত সতর্ক ছিলেন ওই নারী। আশপাশের কেউ তার ওপর নজর রাখছে কিনা, সেটাও বার বার খেয়াল করেছেন তিনি। কিন্তু, শেষ পর্যন্ত ক্যামেরায় ধরা পড়ে গেছে চুরিবিদ্যা। এমন কাণ্ড অবশ্য প্রথম নয়। বিদেশে বেড়াতে গিয়ে ভারতীয়দের এমন লজ্জাজনক ঘটনা ঘটানোর উদাহরণ বহু রয়েছে। চলতি বছরের জুলাইয়ে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বেড়াতে গিয়ে এমন কাণ্ড ঘটান এক ভারতীয় দম্পতি। হোটেলের ঘর থেকে শ্যাম্পু, সাবান, তোয়ালে, হেয়ার ড্রায়ার এমনকি পেইন্টিং পর্যন্ত সুটকেসে ভরে রওনা দিয়েছিলেন তারা।
