রোগীর পেটে কাটা চামচ, টুথব্রাশ ও সোনার আংটি!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ৯ই সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৬ পূর্বাহ্ন
রোগীর পেটে কাটা চামচ, টুথব্রাশ ও সোনার আংটি!

মিশরে বিশ বছরের এক তরুণ কাটা চামচ, টুথব্রাশ, সোনার আংটি খেয়ে হাসপাতালে ভর্তি হন। জরুরি অপারেশনের মাধ্যমে তার পাকস্থলি থেকে চামচ, টুথব্রাশ, সোনার আংটি, কাটা চামচ বের করেছে দেশটির চিকিৎসকরা। মিশরের উত্তর কায়রোর একটি প্রদেশের এক সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। ছেলেটির মা গণমাধ্যমকে জানান, কয়েক মাস ধরে তার বাড়ি থেকে চামচ, অলংকার, কাটাচামচ কিছুদিন পর পর হারিয়ে যাচ্ছিল। এ ঘটনায় তিনি বেশ চিন্তিত ছিলেন। তার ছেলে এগুলো খেয়ে ফেলবে, তা কখনো চিন্তাও করেননি।

হাসপাতালের সার্জন ডা. ফুয়াদ জানান, ছেলেটিকে নিয়ে তার মা হাসপাতালে আসেন। তিনি জানান, তার ছেলে অবিরত বমি করছে। পাশাপাশি পেটে মারাত্মক ব্যথা করছে। তারা ছেলেটির পেটে অদ্ভূত কিছু খুঁজে পান। তখনও তারা ভাবতে পারেননি যে ছেলেটির পেটে এইসব জিনিস থাকবে। দ্রুত অপারেশনের পর ছেলেটির পেট থেকে কয়েকটি কাটা চামচ, একটি সোনার আংটি, একটি নেকলেস, সাতটি টুথব্রাশসহ আরো কয়েকটি চামপ বের করেন। মস্তিষ্কে পুষ্টিজনিত অভাবে ছেলেটি ভুগছিল বলে চিকিৎসকরা জানায়। অপারেশনের পর সে এখন সম্পূর্ণ সুস্থ আছে। ডা. ফুয়াদ বলেন,‘সাধারণত এই ধরণের রোগী সচরাচর দেখা যায় না। এই ধরণের রোগীর দেখা বিরল।’

ইনিউজ ৭১/এম.আর