দফায় দফায় বাড়ার পর সারাদেশে যখন বেশ অনেকটাই কমেছে পেঁয়াজের দাম; তখন নাটোরে আবার তা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। একদিন আগেও কেজিপ্রতি ৮০ টাকা বিক্রি হওয়া নতুন পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৬০টাকায়। আকারভেদে পেঁয়াজের দাম ওঠানামা করছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
শুক্রবার নাটোর শহরের নীচাবাজার কাঁচাবাজার ঘুরে পেঁয়াজের এমন দাম বৃদ্ধি লক্ষ্য করা যায়। তবে পাশ্ববর্তী স্টেশন কাঁচাবাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০টাকা কেজি দরে। হঠাৎ করেই পেঁয়াজের দাম বৃদ্ধিতে ছুটির দিন বাজারে এসে হোঁচট খেয়েছেন ক্রেতারা। দাম বাড়ায় চাহিদার তুলনায় কম পেঁয়াজ কিনেছেন অনেকে।
আচমকা পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ কম। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে জমির পেঁয়াজ কিছুটা নষ্ট হয়েছে। এ কারণে বাজারে পেঁয়াজের ঘাটতির সৃষ্টি করেছে।
আয়চান আলী নামের এক ব্যবসায়ী বলেন, দেশি পেঁয়াজ শীতজনিত বৈরি আবহাওয়ায় নষ্ট হয়েছে। তবে দাম অচিরেই কমে যাবে।
আরেক ব্যবসায়ী মামুন বলেন, শুক্রবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারণে পেঁয়াজ বাজারে আনেননি অনেক ব্যবসায়ী। হঠাৎ সরবরাহ বন্ধ হওয়ায় ঘাটতির কারণে দাম বেড়ে গেছে।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাগাতিপাড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আল আফতাব খান বলেন, ‘পেঁয়াজের বাজারের স্থিতিশীলতা নষ্টে বৈরী আবহাওয়ার অজুহাত তুলে আবারও তৎপর হচ্ছে একটি সিন্ডিকেট।'
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।