প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ২১:৫

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না চাওয়ায় ক্রিকেট বিশ্বে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি আইপিএলের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারতের ক্রিকেট সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। উগ্রবাদীদের চাপের মুখে কেকেআর মোস্তাফিজকে খেলানো থেকে বিরত থাকায় বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সরাসরি আইসিসিকে চিঠি লিখে জানিয়েছে, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না।
