
প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৯:৩৭

সরকারি কেনাকাটায় জনগণের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে জেলা ভিত্তিক গঠিত গর্ভমেন্ট-টেন্ডারার ফোরাম (জিটিএফ) টেকসই ভূমিকা রাখবে। সোমবার সিলেটে অনুষ্ঠিত এক কর্মশালায় এমন মত দিয়ে বক্তারা এর প্রাতিষ্ঠানিকতার উপর জোর দিয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় সিলেটের বিভিন্ন ক্রয়কারী সংস্থা ও দরপত্র দাতাদের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন নিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অতিরিক্ত সচিব মো. আলী নূর।

ইনিউজ ৭১/এম.আর