চিকিৎসক সংকটে চরম ভোগান্তিতে শ্রীমঙ্গলের রোগীরা

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: রবিবার ৯ই মার্চ ২০২৫ ০৪:০৮ অপরাহ্ন
চিকিৎসক সংকটে চরম ভোগান্তিতে শ্রীমঙ্গলের রোগীরা

শ্রীমঙ্গল উপজেলার ৪ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে বর্তমানে জনবল সংকট ও শূন্য পদের কারণে চিকিৎসাসেবা দেয়ার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায়, রোগীরা সেবা নিতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। এ স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), সহকারী সার্জন, সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ওয়ার্ড বয়, আয়া, পরিচ্ছন্নতা কর্মীসহ মোট ৩৭টি পদ শূন্য রয়েছে।


স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে প্রতিদিন গড়ে ৩০০-৪০০ রোগী সেবা নেন, অন্তঃবিভাগে প্রতিদিন ৩০-৪৫ জন রোগী ভর্তি হন, এবং জরুরি বিভাগে ৭০-১০০ রোগী চিকিৎসা নেয়। তবে চিকিৎসক সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ফলে রোগীরা অনেক ক্ষেত্রে প্রাইভেট ক্লিনিক অথবা অন্য হাসপাতালে চলে যাচ্ছেন।


এ হাসপাতালের কনসালটেন্ট পদে ৬টি শূন্য রয়েছে। এর মধ্যে মেডিসিন, চর্ম, গাইনি, কার্ডিওলোজি, নাক-কান, চক্ষু বিষয়ক কনসালটেন্ট পদগুলি শূন্য। এছাড়া, সহকারী সার্জন, মেডিকেল টেকনোলজিস্ট, স্টাফ নার্সসহ আরো অনেক গুরুত্বপূর্ণ পদও শূন্য রয়েছে। এর ফলে, জরুরি পরিষেবা ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং কিছু প্রযুক্তি যেমন এক্সরে, আলট্রাসনোগ্রাম, ইসিজি মেশিন ব্যবহার করা সম্ভব হচ্ছে না।


এই সংকটের কারণে রোগীরা নিয়মিত চিকিৎসাসেবা পেতে বাধাগ্রস্ত হচ্ছেন, এবং অনেক রোগী বাধ্য হয়ে মৌলভীবাজার সদর হাসপাতাল অথবা সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষরা আরও বেশি সমস্যায় পড়ছেন।


শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, শূন্য পদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে এবং জনবল নিয়োগের জন্য আশাবাদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনও এই সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।


মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানিয়েছেন, তিনি একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন এবং আশা করছেন শীঘ্রই শূন্য পদের পূর্ণতা ঘটবে। তিনি বলেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসকসহ অন্যান্য পদ দ্রুত পূর্ণ করা হবে।”