ভারত থেকে আরও ৬ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহ করেছে সরকার। এই চাল আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কেনা হয়েছে। শনিবার (৮ মার্চ) চট্টগ্রাম বন্দরে এমভি পিএইচইউ নামে একটি জাহাজে করে এসব চাল পৌঁছায়। খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চালটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় (প্যাকেজ-২) কেনা হয়েছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা করা হবে এবং পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে যাতে চালটি দ্রুত খালাস করা যায়।
এর আগে, গত সোমবার ভারত ও পাকিস্তান থেকে ৩৭ হাজার ২৫০ টন চাল এসেছিল। এর মধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল কেনা হয়েছে।
এই চাল আমদানির উদ্দেশ্য খাদ্য সংকট মোকাবেলা এবং দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চালের আমদানি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে এবং সংকটের সময় নাগরিকদের জন্য এটি একটি বড় পদক্ষেপ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।