গেল জুলাই বিপ্লবের সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত সুজন (৪৪) বর্তমানে একেবারে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু গ্রামের মৃত আনছার আলীর ছেলে সুজন, যার শরীরে প্রায় ৩৯টি গুলি বের করা হয়েছে এবং এখনও শরীরে ৩’শ গুলির স্প্লিন্টার রয়েছে, একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সুজন। তবে বর্তমান পরিস্থিতিতে তার শরীরের অবস্থার উন্নতি ঘটেনি, আর্থিক অসহায়ত্বের কারণে পরিবারটি অভাবের মধ্যে দিনাতিপাত করছে।
সুজনের জীবন শুরু হয়েছিল কঠিন সংগ্রামে। তার বাবা মারা যাওয়ার পর প্রাথমিক শিক্ষা শেষ না করেই রিকশা চালানোর জন্য ঢাকায় পাড়ি জমান। পরবর্তীতে, স্থানীয় শ্রমিক দলের রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির কর্মী হিসেবে বিভিন্ন আন্দোলনে অংশ নিতে থাকেন। তার রাজনৈতিক চেতনা তাকে দেশব্যাপী বিভিন্ন আন্দোলনে সক্রিয় করেছে। তবে ৫ আগস্টের আন্দোলনে তিনি পুলিশের গুলির মুখে পড়েন, যেখানে এক আন্দোলনকারীকে সাহায্য করতে গিয়ে পুলিশি গুলিতে তিনি আহত হন।
এ ঘটনায় তার শরীরে ২’শ ৯৬টি ছররা গুলি ঢুকে পড়ে, এবং তাকে প্রথমে আফতাব নগর নাগরিক হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়, কিন্তু অতিরিক্ত আহতদের কারণে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এরপর টাঙ্গাইল মেডিকেল কলেজে চিকিৎসা করলেও কোন উন্নতি হয়নি। ১৫ দিন পর তার শরীর থেকে ৩৯টি গুলি বের করা হলেও এখনও তার শরীরের প্রায় ৩’শ স্প্লিন্টার রয়ে গেছে। চলাফেরা করতে পারছেন না, শরীরে ব্যথা এবং ফুলে যাওয়ার সমস্যা তাকে প্রতিদিন কষ্টে রাখতে বাধ্য করছে।
তার স্ত্রী নূপুর জানান, তাদের সংসারে কোনো আয় নেই, এবং তিনি পিতৃস্বজনদের কাছ থেকে সহায়তা সংগ্রহ করে কোনো রকম সংসার চালাচ্ছেন। বর্তমানে তাদের ঘরের অবস্থাও অতি জরাজীর্ণ, কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করছেন। সুজনের অভিযোগ, সরকার তার চিকিৎসা বা পরিবারের জন্য কোন সাহায্য প্রদান করেনি, এবং তিনি সরকারের কাছে চিকিৎসা এবং আর্থিক সহায়তার আবেদন করেছেন।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন জানান, জুলাই বিপ্লবের ঘটনায় আহত ১৬ জনের মধ্যে সুজন একজন, এবং সরকারিভাবে আহতদের সহায়তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে, এখনো কর্মসংস্থান সংক্রান্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
এখনো সুজনের শরীরে আঘাতের ক্ষত রয়েছে এবং তার উন্নত চিকিৎসা ও পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।