সিরাজগঞ্জের সলঙ্গায় মহসড়কের নিরাপত্তা নিশ্চিতকল্পে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪ ঘটিকার সময় হাটিকুমরুলের ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের হলরুমে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহ-কারী পুলিশ সুপার মো. আলী আহমেদ হাশমী।
সভায় প্রধান অতিথি, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ আসন্ন ঈদুল ফিতরের মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে নানা দিক নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় সিরাজগঞ্জের ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন সহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল,সাসেক এর কর্রকর্তা মাহবুব রহমান সহ সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।