হিলিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ১৯শে জানুয়ারী ২০২৫ ০৬:৩২ অপরাহ্ন
হিলিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

দিনাজপুরের হাকিমপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। রোববার বিকেলে বাংলাহিলি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।  


আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী, তার অবদান এবং বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তার নীতি ও আদর্শ এখনও দলের জন্য অনুপ্রেরণা।  


সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।  


অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক সাহ আলম এবং ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন। তারা দলের ঐক্য ও শক্তিশালী নেতৃত্বের ওপর জোর দেন এবং দলের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।  


সভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রাজ। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপির প্রত্যেক নেতাকর্মীর ঐক্যবদ্ধ থাকা জরুরি।  


এছাড়া নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। তারা বলেন, দলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে স্থানীয় নেতৃত্বের সমন্বয় অপরিহার্য।  


অনুষ্ঠানে বক্তারা বিএনপির ঐতিহ্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেন। তারা বলেন, বর্তমান সময়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক।  


সবশেষে বিশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দলের ঐক্য ও সাফল্যের জন্য প্রার্থনা করেন।