নওগাঁয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০২৪ ০৪:২৬ অপরাহ্ন
নওগাঁয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনার অনুষ্ঠিত

প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাকেরগঞ্জে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি,সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.এ,টি,এম মাহবুব -উল-করিম।

সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নূর মুহাম্মদ,বিসিক জেলা কার্যালয় নওগাঁর উপ ব্যবস্থাপক শামীম আক্তার মামুন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওহিদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক জাবেদ ইকবালসহ বিভিন্ন দপ্তরের কর্মকতা, সাংবাদিক ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.এ,টি,এম মাহবুব -উল-করিম বলেন, সরকার প্রবাসীদের পাশে আছেন সবসময়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যে সকল প্রবাসী বাংলাদেশী প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে এসেছেন ও প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এর কথা উল্লেখ করেন।