অর্ধেক দামে ইলিশ বিক্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৯শে জানুয়ারী ২০২০ ১০:৪৪ অপরাহ্ন
অর্ধেক দামে ইলিশ বিক্রি

গেল চার দিন ধরে মেঘনায় প্রচুর ইলিশ ধরা পড়ায় বাঙালির জনপ্রিয় এ মাছটির দাম কমেছে উল্লেখযোগ্যভাবে। লক্ষ্মীপুরে আগে যেই ইলিশ দুই হাজার টাকায় বিক্রি হতো এখন তা মিলছে এক হাজারেই।  জেলার মৎস্য ব্যবসায়ী মামুন শেখ জানান, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের হালি আজ এক হাজার টাকা। কিন্তু কয়েকদিন আগেই এই মাছ বিক্রি হয়েছে দুই হাজার টাকায়।

অন্যদিকে এক কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে বলেও জানান তিনি। এই সপ্তাহের শুরু থেকেই ইলিশ বেশি পরিমাণে ধরা পড়ছে বলে জানিয়ে মাছের আড়ত ব্যবসায়ী প্রভাষ চৌধুরী বলেন,  গেল রোববার থেকে আড়তে মাছের সরবরাহ বেড়েছে। আগে যেখানে ২০০ থেকে ২৫০ কেজি ইলিশ আসতো সেখানে এখন প্রায় দুই টন করে ইলিশ বিক্রি হচ্ছে।

দাম আগের থেকে অনেকটা কমেছে বলে জানিয়েছেন তিনিও। মেঘনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে বলে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, মৌসুমে জাটকা নিধন বন্ধ থাকায় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছেড়েছে। এ কারণে অসময়ে ইলিশ ধরা পড়ছে। চার দিন ধরে আমরাও খুশি। দাম কম হওয়ায় ক্রেতারাও বেশ খুশি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব