কুয়াকাটায় ১১শ' জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ, অভিযোগ পচা চালের

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২রা অক্টোবর ২০২৪ ১২:৫৯ অপরাহ্ন
কুয়াকাটায় ১১শ' জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ, অভিযোগ পচা চালের

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা ৬৫ দিনের অবরোধের দ্বিতীয় পর্যায়ে ১১শ' ২ জন জেলের মাঝে ৩০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করেছে। বুধবার সকালে পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী ভূমি (রাজস্ব) কর্মকর্তা কৌশিক আহমেদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়। বিতরণ অনুষ্ঠানে পৌর পরিষদের কর্মকর্তাসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পৌরসভা সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে প্রতিজেলে ৫৪ কেজি চাল বিতরণ করা হয়েছিল। বর্তমানে দ্বিতীয় দফায় ৩০ কেজি করে মোট ৮৪ কেজি চাল জেলেদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, জেলেদের মধ্যে কিছু অভিযোগ উঠে এসেছে যে, বিতরণকৃত চালের মধ্যে পচা ও খাবার অযোগ্য চালও রয়েছে। তারা জানান, কিছু বস্তায় চাল পোকায় ভরা এবং খারাপ মানের।


এ বিষয়ে পৌর প্রশাসক কৌশিক আহমেদ বলেন, "ভিজিএফ এর চালের মান ভালো। দু'একটি বস্তায় সমস্যা থাকতে পারে, তবে অধিকাংশই যথাযথ।" তিনি দাবি করেন, অভিযোগ পাওয়া গেলে সেগুলো খতিয়ে দেখা হবে।


জেলেদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে, তারা দ্রুত এসব সমস্যার সমাধান চান। স্থানীয়রা আশা করছেন, পৌর কর্তৃপক্ষ তাদের দাবি সুনশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।