ট্রিপল সেঞ্চুরির পথে কাঁচামরিচের দাম

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ৬ই আগস্ট ২০২২ ০৬:২১ অপরাহ্ন
ট্রিপল সেঞ্চুরির পথে কাঁচামরিচের দাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কাঁচামরিচের দাম ট্রিপল সেঞ্চুরি পুরণ করতে চলেছে। কাঁচামরিচ কিনতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। বৈরী আবহাওয়া কারণে স্থানীয় ভাবে কাঁচামরিচ উৎপাদন না হওয়ায় দাম বেড়েছে বলছেন খুচরা বিক্রেতার। তিন সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।


শনিবার উপজেলার ভূরুঙ্গামারী হাটে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানাগেছে, তিন সপ্তাহ আগে কাঁচামরিচ দাম কেজি প্রতি ১৪০ থেকে ১৫০ টাকা ছিল। শনিবার প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ টাকা দরে বিক্রি হয়। কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ ৫০ গ্রাম থেকে ১০০ গ্রাম করে কাঁচামরিচ কিনছেন।


কাঁচামরিচ ক্রেতা শামীম ও হযরত আলী বলেন, কাঁচামরিচের দাম যেভাবে বাড়ছে তাতে কাঁচামরিচ খাওয়া বাদ দিতে হবে। দু'বেলার তরকারিতে দেওয়া যাবে এই পরিমান কাঁচামরিচ কিনলাম।


সবজি বিক্রেতা মান্নান বলেন, বাজারে স্থানীয় কাঁচামরিচ না থাকার ফলে বগুড়া সহ অন্যান্য জেলা থেকে মরিচ আসে তাই কাঁচামরিচের দাম বেশি।