প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯
সাময়িক স্থগিত থাকার পর নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার আবারও শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জানিয়েছেন, টেবিল ও জনবল বাড়িয়ে আজই ভোট গণনা শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এর আগে ওএমআর স্ক্যানার ব্যবহার না করে হাতে গণনার কারণে শিক্ষকরা আপত্তি জানিয়ে ভোট গণনা সাময়িক স্থগিত করেন। শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন ভোট গণনা পুনরায় শুরু করে।
জাকসুর হল সংসদের ভোট গণনা ইতোমধ্যেই শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে এবং এর দ্রুত সমাপ্তির জন্য অতিরিক্ত কর্মী ও সুবিধা যোগ করা হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পৌনে ১০টা থেকে ভোট গণনা শুরু হলেও শুক্রবার দুপুর পর্যন্তও কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই ভোট গণনা শেষ করতে অতিরিক্ত সময় প্রয়োজন পড়ছে।
এখন পর্যন্ত ২১টি হল সংসদের মধ্যে অন্তত ১৮টিতে ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকিগুলোর গণনা শেষ হলে ফলাফল প্রকাশ করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দু-একটি হলে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট নেওয়া হয়। নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে যা এবারের নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণের উচ্ছ্বাসকেই প্রকাশ করে।
তবে অনিয়মের অভিযোগে ছাত্রদলের প্যানেলসহ পাঁচটি প্যানেলের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাদের দাবি ভোটগ্রহণের সময় নানা অনিয়ম হয়েছে যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীদের অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। একই সঙ্গে জাকসুর ভোট গণনা শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।