উত্তরা ব্যাংকের এমডি সঙ্গে হিজলা উপজেলা কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাৎ

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১

শেয়ার করুনঃ
উত্তরা ব্যাংকের এমডি সঙ্গে হিজলা উপজেলা কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাৎ

উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকাস্থ হিজলা উপজেলা কল্যাণ সমিতি প্রতিনিধিদের।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে এমডিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংক্ষিপ্ত পরিচয় পর্বে সংগঠনের মুখপাত্র জিএম তসলিম বলেন, আবুল হাসেম দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং খাতে বিশেষ সুনাম অর্জন করেছেন। হিজলা উপজেলার সন্তান হিসেবে তার এই কৃতিত্ব স্থানীয়দের জন্য গর্বের বিষয়।

তিনি আরও আশা প্রকাশ করেন, আবুল হাসেমের নেতৃত্বে উত্তরা ব্যাংক আরও আধুনিক, জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হবে। এতে ব্যাংকিং খাতে মানুষের আস্থা বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বদরটুনি হাইস্কুলের সাবেক শিক্ষার্থী আবুল হাসেম বলেন, কর্মব্যস্ততার কারণে এলাকায় যাওয়া কম হয়। তবে তিনি হিজলা উপজেলার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক কার্যক্রমে সবসময় অবদান রাখার চেষ্টা করবেন।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

এ সময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সায়েদুল হক, রূপালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ আহসান উল্লাহ, সাংবাদিক মিজানুর রহমান খবির, ব্যবসায়ী নেতা মোশাররফ হোসেন খোকনসহ সমিতির অন্যান্য সদস্যরা।

এছাড়া ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. কামাল উদ্দিন জসিমসহ এলাকার আরও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা প্রদানের বিষয়েও আলোচনা হয়। 

সমিতির উপদেষ্টা হিসেবে আবুল হাসেম চৌধুরীকে এসব কর্মসূচির পরিকল্পনার কথা জানানো হয়।হিজলা উপজেলা কল্যাণ সমিতির এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান শেষ হয় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্যারিস্টার আরমানকে মুক্ত করার চেষ্টা করেছিলাম-সাবেক আইজিপি মামুন

ব্যারিস্টার আরমানকে মুক্ত করার চেষ্টা করেছিলাম-সাবেক আইজিপি মামুন

সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, র‍্যাব-এর মহাপরিচালক থাকার সময় তিনি ব্যারিস্টার আরমানকে টিএফআই সেল থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন। তবে চেষ্টা সত্ত্বেও সফল হতে পারেননি বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্টেট ডিফেন্সের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মামুন বলেন, ব্যারিস্টার আরমানের বন্দিত্বের বিষয়টি তিনি জানতেন এবং মুক্তির জন্য

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, ভার্জিনিয়ার বাসিন্দা ও সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন এবং তাঁর এই মনোনয়ন এখন সিনেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই ঘোষণায় আরও কয়েকজন নতুন মনোনীত ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বর্তমান স্টেট ডিপার্টমেন্টের

যানজট এড়াতে র‍্যালি বাতিল, পরিচ্ছন্নতা অভিযানে বিএনপিকে ধন্যবাদ ডিএমপির

যানজট এড়াতে র‍্যালি বাতিল, পরিচ্ছন্নতা অভিযানে বিএনপিকে ধন্যবাদ ডিএমপির

রাজধানীর যানজট ও জনদুর্ভোগ এড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‍্যালির পরিবর্তে খাল ও নর্দমা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানিয়েছে, ঘনবসতিপূর্ণ রাজধানীতে সড়ক বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজন করলে গোটা শহর স্তব্ধ হয়ে যায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। জনদুর্ভোগ এড়িয়ে বিএনপি কর্তৃক গৃহীত এই কর্মসূচি নিঃসন্দেহে একটি অনুকরণীয়

যাত্রাবাড়ীতে গ্রেনেড সদৃশ বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে গ্রেনেড সদৃশ বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেনেড সদৃশ চারটি বিস্ফোরকসহ ফয়সাল খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকালে র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী রোববার বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিবির বাগিচা এলাকার ফ্যান্টাসি টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল খান মাদারীপুরের শিবচর উপজেলার কাচারিকান্দি গ্রামের বাসিন্দা। তার

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি, কমিটি প্রত্যাখ্যান

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি, কমিটি প্রত্যাখ্যান

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, কমিটিতে তাদের কোনো প্রতিনিধি না থাকায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ জানান, সরকারের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে