উত্তরা ব্যাংকের এমডি সঙ্গে হিজলা উপজেলা কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১

উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকাস্থ হিজলা উপজেলা কল্যাণ সমিতি প্রতিনিধিদের।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে এমডিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংক্ষিপ্ত পরিচয় পর্বে সংগঠনের মুখপাত্র জিএম তসলিম বলেন, আবুল হাসেম দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং খাতে বিশেষ সুনাম অর্জন করেছেন। হিজলা উপজেলার সন্তান হিসেবে তার এই কৃতিত্ব স্থানীয়দের জন্য গর্বের বিষয়।
তিনি আরও আশা প্রকাশ করেন, আবুল হাসেমের নেতৃত্বে উত্তরা ব্যাংক আরও আধুনিক, জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হবে। এতে ব্যাংকিং খাতে মানুষের আস্থা বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বদরটুনি হাইস্কুলের সাবেক শিক্ষার্থী আবুল হাসেম বলেন, কর্মব্যস্ততার কারণে এলাকায় যাওয়া কম হয়। তবে তিনি হিজলা উপজেলার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক কার্যক্রমে সবসময় অবদান রাখার চেষ্টা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সায়েদুল হক, রূপালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ আহসান উল্লাহ, সাংবাদিক মিজানুর রহমান খবির, ব্যবসায়ী নেতা মোশাররফ হোসেন খোকনসহ সমিতির অন্যান্য সদস্যরা।
এছাড়া ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. কামাল উদ্দিন জসিমসহ এলাকার আরও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা প্রদানের বিষয়েও আলোচনা হয়।
সমিতির উপদেষ্টা হিসেবে আবুল হাসেম চৌধুরীকে এসব কর্মসূচির পরিকল্পনার কথা জানানো হয়।হিজলা উপজেলা কল্যাণ সমিতির এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান শেষ হয় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে।

