প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:৩২

আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপির ভিত্তিমূল্য নিয়ে নিলামে নামলেও তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দামে দলবদলের রেকর্ড এটি। মুস্তাফিজের এই মূল্যায়ন আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করল।
