ফার্মগেটে গ্রেপ্তার পাবনার সাবেক মেয়র আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ০৪:৪৮ অপরাহ্ন
ফার্মগেটে গ্রেপ্তার পাবনার সাবেক মেয়র আবুল কালাম

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে পাবনা ঈশ্বরদীর আওয়ামী লীগের সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে স্থানীয়দের সহায়তায় আটক করে তেজগাঁও থানা পুলিশ।  


তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, ফার্মগেট এলাকায় স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আবুল কালামকে আটক করে রাখেন। পরে পুলিশের কাছে খবর গেলে তাকে থানায় নিয়ে আসা হয়। ওসি আরও জানান, তার বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে, এবং তারা এসে তাকে নিয়ে যাবে।  


জানা যায়, রাজধানীর পূর্ব রাজাবাজারের ৯১ নম্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন আবুল কালাম। তবে গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে ফার্মগেটের লেগুনা স্ট্যান্ড এলাকায় তিনি স্থানীয়দের নজরে আসেন।  


পাবনার ঈশ্বরদী থানার সূত্র মতে, আবুল কালামের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের খবর পাবনা জেলায় পৌঁছালে এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়।  


পুলিশ জানিয়েছে, তাকে দ্রুত পাবনার থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর সঠিক তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাকে এলাকায় দেখা যায়নি। তবে সোমবার দুপুরে তাকে ফার্মগেট এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। পরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে আটক করেন।  


গ্রেপ্তার আবুল কালামের বিষয়ে তেজগাঁও থানার পুলিশ বলছে, তাকে আটকের পর থেকে নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  


এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু রাজনৈতিক মহলে তার গ্রেপ্তার নিয়ে আলোচনা চলছে।