৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক, ইতিহাস বিকৃতির অভিযোগ- আবুল কাসেম ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ন
৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক, ইতিহাস বিকৃতির অভিযোগ- আবুল কাসেম ফজলুল হক

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ৩০ লাখ শহীদের সংখ্যা মুক্তিযুদ্ধের ইতিহাসে সঠিকভাবে গণনা করা হয়নি, এবং এটি ইতিহাসের বিকৃতি হতে পারে। তিনি বলেন, "এভাবে মিথ্যাকে প্রতিষ্ঠা করলে জাতির জীবনে ভালো কিছু হতে পারে না। এক জায়গায় মিথ্যা প্রতিষ্ঠিত হলে তার প্রভাব অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ে।" শুক্রবার বাংলা একাডেমির সভাগৃহে আয়োজিত ‘ইসলামের অভেদ ভাব’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 


আলোচনা সভায়, তিনি মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে বলেন, "মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঘটনা, তবে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে ইতিহাসের বিকৃতি জাতির জন্য ক্ষতিকর।" তিনি আরো বলেন, যেকোনো জাতির উন্নতি ও অগ্রগতির জন্য সঠিক ইতিহাস জানা প্রয়োজন, কারণ মিথ্যা বা বিভ্রান্তিকর ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। 


অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলাদেশের ইতিহাসে হিন্দু-মুসলমানের সম্পর্কের পরিবর্তন সম্পর্কেও আলোচনা করেন। তিনি বলেন, ভারতবর্ষে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিরোধ ছিল, তবে বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের পর থেকে এই বিরোধ আরো বাড়তে থাকে এবং একসময় তা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। তিনি দাবি করেন, এসব দাঙ্গায় প্রায় ১ কোটি মানুষ নিহত হয়েছেন, যা ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। 


আলোচনা সভায় ইসলামের শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে ইঙ্গিত করে, তিনি বলেন, "হযরত মুহাম্মদ (সা.) মদিনায় শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মদিনার সনদ প্রণয়ন করেছিলেন, যা তার সময়ের জন্য একটি বড় অর্জন ছিল।" তিনি আরও বলেন, "আজকের দিনে মদিনার সনদ সামান্য বিষয় মনে হতে পারে, তবে সেকালের শিক্ষার পরিপ্রেক্ষিতে এটি ছিল একটি বিপ্লবী পদক্ষেপ।" এই সনদ থেকে শিক্ষা নিয়ে, তিনি মনে করেন, বাংলাদেশের রাজনীতি আরও উন্নত করা সম্ভব। 


এছাড়া তিনি বর্তমান রাজনীতিতে ইসলামের অভেদ ভাব ধারণ করে রাজনৈতিক অস্থিরতা কাটানোর জন্য বিভিন্ন উপদেশ প্রদান করেন এবং দেশের জনগণের শান্তিপূর্ণ সহাবস্থানের উপর গুরুত্বারোপ করেন।