ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার সাঁটানো নিষিদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০২৪ ০৩:৫৩ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার সাঁটানো নিষিদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দেয়ালে পোস্টার সাঁটানো নিষিদ্ধ করেছে হল প্রশাসন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার রাতে বিক্ষোভ দেখিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা গেছে, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল সম্প্রতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই হলের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানোর পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 


হল প্রশাসন একটি বিজ্ঞপ্তিতে জানায়, "হলের সার্বিক সৌন্দর্য বজায় রাখার লক্ষ্যে হলের অভ্যন্তরে বা চত্বরে কোনো প্রকার পোস্টার, ব্যানার বা ফেস্টুন সাঁটানো যাবে না।" বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, "কোনো শিক্ষার্থী এই আদেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" 


এদিকে, পোস্টার সাঁটানোর বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তারা বিক্ষোভে নেমে আসে। রাত ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা বিভিন্ন হল ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। 


এ সময় শিক্ষার্থীরা 'টু জিরো টু ফোর, ছাত্র রাজনীতি নো মোর', 'দেয়ালে পোস্টার লাগালে, দুঃখ আছে কপালে', 'ছাত্ররাজনীতির ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না'সহ নানা স্লোগান দেন। মিছিলটি রাত ১২টার দিকে সমাপ্ত হয় এবং শিক্ষার্থীরা হলে ফিরে যান। 


বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে শিক্ষার্থীদের এ বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও পোস্টার সাঁটানোর অধিকার নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।