রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে বাগজানা ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগজানা দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট-১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান।
পথসভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জলা শাখার মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ন্ আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের,আটাপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু, জেলা বিএনপির উপদেষ্টা ,পাঁচবিবি যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পৌর কমিটির সদস্য আবু সাঈদ, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হোসেন খায়ের স্বপন, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি রাশেদুল হক, যুব নেতা নয়ন প্রধান, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকিসহ জেলা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন । আর আগে পথসভায় দলে দলে নারী ও পুরুষরা অংশ নেয়।