বিবিসির প্রখ্যাত সাংবাদিক ও একাত্তরের বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।
মার্ক টালি দীর্ঘদিন ধরে বিবিসিতে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি বিবিসি রেডিওর মাধ্যমে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ, গ্রামের দুঃসহ পরিস্থিতি এবং বাঙালির দুর্দশার চিত্র মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন সাবেক সহকর্মী সতীশ জ্যাকব। ব্রিটিশ-ভারতীয় মার্ক টালি ১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনের বড় অংশ তিনি ভারতে কাটিয়েছেন এবং ২০ বছর নয়াদিল্লিতে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি এপ্রিলের শেষ সপ্তাহে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন। ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত সড়ক পথে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে তখন ছিলেন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক ক্লেয়ার হলিংওয়ার্থ। মার্ক টালি তার অভিজ্ঞতা নিয়ে বলেছিলেন, “সড়কের দু’পাশে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল।”
মুক্তিযুদ্ধের প্রতি তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করা হয়। বিবিসি থেকে অবসরের পর তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবেও কাজ করেছেন।
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে মার্ক টালির অবদান অম্লান হয়ে থাকবে এবং তার স্মৃতিচারণ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে।