রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের বদলি উপলক্ষে উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক বৃন্দের আয়োজনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার সভাকক্ষে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারি অধ্যাপক নজির হোসেন মোল্লা, বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেমসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারি শিক্ষক মন্ডলী। এসময় উপস্থিত সকলে ইউএনও'র কর্তব্যরত সময়ে নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের প্রশংসা করেন।
সভায় বিদায়ী ইউএনও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপজেলার সকল দপ্তরসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ সকল স্তরের মানুষের সহযোগিতা তিনি পেয়েছেন বলে সভায় ব্যক্ত করেন। এদিন ইউএনও কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষিকা এসময় ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ইউএনও মোঃ নাহিদুর রহমান কে বানিজ্য মন্ত্রনালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।