রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় কর বকেয়া রাখায় এক গৃহস্থের বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষের অভিনব পদক্ষেপ দেখা গেছে। পৌর কর পরিশোধ না করায় মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকঢোল পিটিয়ে বকেয়া কর আদায়ের নোটিশ জারি করেছে পৌর প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা মো. আ. হাই মোল্লা দীর্ঘদিন ধরে পৌর কর না দিয়ে আসছেন। একাধিকবার নোটিশ পাঠানোর পরও তিনি তাতে কর্ণপাত না করায় পৌর কর্তৃপক্ষ বিধিমালা অনুযায়ী “হুলিয়া জারি” করে প্রকাশ্যে ঘোষণা দেয়।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার কর্মীরা প্রশাসক মো. নাহিদুর রহমানের নির্দেশে হ্যান্ড মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে হাই মোল্লার বাড়ির সামনে পৌর কর বকেয়ার ঘোষণা দেন। এসময় জানানো হয়, তার ১ লাখ ৩২ হাজার ৯৬৮ টাকা বকেয়া রয়েছে এবং ১০ দিনের মধ্যে তা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, “আমরা একাধিকবার নোটিশ দিয়েছি। তবুও কর পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী আজ প্রকাশ্যে ঘোষণা দিতে হয়েছে।”
তিনি আরও জানান, “নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে পৌর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কর আদায়ের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই উদ্যোগকে “উদাহরণযোগ্য শৃঙ্খলা প্রয়োগ” বলে মন্তব্য করেছেন।