রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পুলিশ তাদের ধরতে সক্ষম হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, “রাতে আমরা বিশেষ অভিযানে বের হয়ে বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ও মামলার আসামীদের সনাক্ত করে গ্রেফতার করেছি। এদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।”
গ্রেফতারকৃতদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতের নিকট হস্তান্তর করা হয়েছে। পরে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ওসি মমিনুল ইসলাম আরও জানান, পুলিশ অভিযান অব্যাহত রাখবে এবং জনসাধারণকে সুরক্ষা দিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। গোয়ালন্দ ও আশপাশের এলাকা থেকে আসা অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।