
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪১

মৌলভীবাজারে দিনমজুর জাকির হোসেনকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আকাশ রবি দাশ (২০) ও স্বাধীন আহমেদ (২০)। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা, রক্তমাখা হুডি, নগদ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
