প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ২০:১৬

ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিবেশ দূষণ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পাঁচটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে দুটি ইটভাটার অবৈধ স-মিল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
