
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ২০:৮

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহল দল এই অভিযান চালায়।
