প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল তিনটায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে সাগর পথে আনা ইয়াবার একটি বড় চালান নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। গোপন সংবাদ পাওয়ার পর বিজিবি ও পুলিশের বিশেষ দল দরগাহছড়া এলাকায় অভিযান চালায় এবং একজন পাচারকারী মোঃ ইসমাইল (৩২)কে আটক করে।
আটক ইসমাইল সদর ইউনিয়নের দরগাহছড়ার শেখ আহমদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ইয়াবা মিয়ানমার থেকে সাবরাংয়ের এক মাদক ব্যবসায়ীর নিকট হস্তান্তরের জন্য আনছিল। অভিযানকালে বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের (নারকোটিক্স) সাহায্যে তার বসতঘরের পাশে মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে আরও জানা যায়, মানব পাচারকারী চক্র সমুদ্রপথে আগত রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবা পাচার করাচ্ছিল। এই ঘটনায় দুইজন পলাতক আসামী মোঃ ইয়াসিন ও মোঃ তাহেরকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। আটক পাচারকারী ও মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, সীমান্ত এলাকায় মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি সক্রিয়। একই দিনে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৭৮ জন অসহায় ও দুঃস্থ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই চিকিৎসা শিবিরে শিশু, নারী ও পুরুষদের বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান জানান, সীমান্তের প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতে এটি আরও বৃহৎ আকারে পরিচালনা করা হবে। সীমান্ত এলাকার মানুষের কাছে বিজিবির এই উদ্যোগ সুনাম ছড়িয়েছে।
বিজিবির চিকিৎসা দল বিভিন্ন সময়ে সীমান্ত এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য ফ্রি চিকিৎসা প্রদান করে আসছে। স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন এবং বলছেন, এই সেবার মাধ্যমে এলাকার মানুষদের জীবনমান উন্নত হচ্ছে।
এই দুইটি ঘটনাই দেখায় যে, টেকনাফে বিজিবি কেবল সীমান্ত সুরক্ষা নিশ্চিত করছে না, পাশাপাশি সমাজ কল্যাণমূলক কার্যক্রমেও অংশগ্রহণ করছে। ফলে নিরাপত্তা এবং সামাজিক সেবার সমন্বয় সৃষ্টি হচ্ছে, যা এলাকার মানুষের কাছে ইতিবাচক প্রভাব ফেলছে।