প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং উভয়ই প্রদর্শিত হয়েছে দারুণ আধিপত্য। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ২৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সবকটি উইকেট ৩০.১ ওভারে হারিয়ে মাত্র ১১৭ রানে অলআউট হয়। এতে বাংলাদেশের জয় হয় ১৭৯ রানের বিশাল ব্যবধানে। এর মাধ্যমে দেড় বছর পর আবারও ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে। ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৬ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়ে দলের ভিত্তি মজবুত করেন। সৌম্য ৮৬ বলে ৯১ রান করেন এবং সাইফ ৭২ বলে ৮০ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত (৪৪) ও তাওহিদ হৃদয় (২৮) রান যোগ করেন। শেষ দিকে নুরুল হাসান সোহান (১৬*) ও মেহেদী হাসান মিরাজ (১৭) দলের রান তিনশর কাছাকাছি নিয়ে যান।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শুরুতেই ধস নামে। নাসুম আহমেদ প্রথম ৫ ওভারে তিনটি উইকেট নেন। শাই হোপ (৪) ও ব্রেন্ডন কিং (১৮) দ্রুত ফেরান তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। শেষ দিকে আকিল হোসেনের ২৭ রানের ইনিংস ছাড়া কোনো প্রতিরোধ গড়ে ওঠে না। বাংলাদেশি বোলারদের মধ্যে নাসুম ও রিশাদ তিনটি করে উইকেট নেন, তানভীর ও মেহেদী দুজনই দুইটি উইকেট তুলেন।
মিরপুরে ওপেনারদের আগ্রাসী ব্যাটিং ও স্পিনারদের বিধ্বংসী বোলিং মিলে একতরফা বাংলাদেশি আধিপত্য তৈরি করেছে।