প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৯:৫১

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঐতিহ্যবাহী দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের মাঠ বর্তমানে ভগ্নদশায় পৌঁছেছে। দীর্ঘদিনের অবহেলা, বাজেটের অভাব এবং রক্ষণাবেক্ষণের অভাবে কলেজ মাঠটি কার্যত অচল হয়ে পড়েছে। একসময় শিক্ষার্থীদের কোলাহল, ফুটবল ও ক্রিকেটের উচ্ছ্বাসে মুখর থাকলেও আজ সেখানে শুধু পানি জমে থাকে, কাঁদা এবং দুর্গন্ধের প্রাচুর্য দেখা যায়।
