প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৮:১৮
বরিশালের হিজলা উপজেলায় সান এক্সরে এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে দুই কৃতিসন্তান ডা. মীর মাজহারুল ইসলাম রনি ও ডা. মোঃ মুনিরুজ্জামান মুনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ডা. রনি এমডি (কার্ডিওলজি) পাশ করেছেন এবং ডা. মুনিরুজ্জামান রয়েল কলেজ অব ফিজিশিয়ান, লন্ডনের বিশেষ সম্মান সূচক ডিগ্রি MRCP(UK) অর্জন করেছেন।