প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ১৬:৭
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, আটক রিয়াজ উদ্দীন ঢাকা দক্ষিণের বহিষ্কৃত দপ্তর সম্পাদক এবং তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে। গ্রেফতারের সময় তিনি সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীনের সহযোগিতায় ভারতে পালানোর চেষ্টা করছিলেন।
সীমান্ত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে পালানোর সময় অজ্ঞাত কয়েকজনের হাতে রিয়াজ উদ্দীন আটক হন। পরে ওই ব্যক্তিরা তার কাছ থেকে টাকা নিয়ে মহেশপুর এলাকার দালালদের কাছে হস্তান্তর করে।
শনিবার দুপুরে এ খবর স্থানীয়দের কানে পৌঁছালে জেলেপোতা গ্রামের বাসিন্দারা রিয়াজ ও তার সহযোগীদের আটক করে। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ও ৫৮ বিজিবি ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, আটক ঘটনার খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দিয়েছে বলে তিনি শুনেছেন।
এদিকে গ্রামবাসী জানান, সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে পালানোর ঘটনা প্রায়ই ঘটে। দালাল চক্রগুলো এসব কাজে সক্রিয় থাকলেও প্রায়ই তারা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। এবার বড় ধরনের একটি দালাল চক্রসহ দিপু মনির ঘনিষ্ঠজন ধরা পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং রিয়াজ উদ্দীনের অতীত অপরাধের রেকর্ড যাচাই করা হবে।