প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৩৬
খাগড়াছড়ি জেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জরুরি প্রয়োজনে সহায়তা নিশ্চিত করতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক জনসচেতনতামূলক কর্মসূচি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদাতা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির আয়োজন করে “খাগড়াছড়ি প্লাস”। এ কর্মসূচিতে সহযোগিতা করে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার।
দিনব্যাপী আয়োজনে শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সেই সঙ্গে প্রায় পঞ্চাশজন সেচ্ছাসেবী রক্তদাতা হিসেবে “খাগড়াছড়ি প্লাস” অ্যাপে নিবন্ধন করেন। আয়োজকরা জানান, এই তথ্য জেলার যেকোনো সময়কার রক্তের চাহিদা পূরণে তাৎক্ষণিকভাবে কাজে লাগবে।
এ ছাড়াও কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি শহরের ইজিবাইক, সিএনজি, মাহিন্দ্রা ও পিকআপ চালকদের তথ্য ‘গুরুত্বপূর্ণ সেবা’ বিভাগে যুক্ত করা হয়েছে। যার ফলে যাত্রীদের জরুরি সময়ে চালকদের সঙ্গে সহজেই যোগাযোগ করার ব্যবস্থা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “খাগড়াছড়ি প্লাস” অ্যাপের প্রতিষ্ঠাতা হাছানুল করিম, খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের ম্যানেজার সাইদুর রহমান এবং খাগড়াছড়ি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আরও অনেক স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যসেবাকর্মীরা।
আয়োজকদের বক্তব্যে উঠে আসে, জেলার প্রতিটি মানুষ যেন ঘরে বসেই স্বাস্থ্য, চাকরি, জরুরি সহায়তা এবং নাগরিক সেবার সুবিধা পান—সেই লক্ষ্যেই “খাগড়াছড়ি প্লাস” অ্যাপের কাজ এগিয়ে চলছে।
তারা আরও জানান, এ ধরনের সেবা ও সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণে রক্তদান ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনাও রয়েছে তাদের।
উল্লেখযোগ্য যে, “খাগড়াছড়ি প্লাস” অ্যাপটি জেলার জনসাধারণকে স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা, যানবাহন সংযোগ, চাকরি সংক্রান্ত তথ্য এবং অন্যান্য নাগরিক সেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
এই উদ্যোগে জেলার বাসিন্দারা প্রযুক্তিনির্ভর সেবা পাওয়ার নতুন এক দিগন্তে প্রবেশ করেছে বলে অনেকেই মত দিয়েছেন।